গুরুতর অসুস্থ পরিচালক সি বি জামান হাসপাতালে সিনো-বাংলা সিনো-বাংলা নিউজ প্রকাশিত: 4:34 PM, November 20, 2019 প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সি. বি. জামান গুরুতর অসুস্থ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উচ্চ রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় হাসপাতালটির স্ট্রোক সেন্টারে তার চিকিৎসা চলছে। সি. বি. জামানের একমাত্র ছেলে সি. এফ. জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সি. এফ. জামান বলেন, এক আত্মীয়র বাসায় দাওয়াতে গিয়ে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করে হয়েছে। এখন তার চিকিৎসা চলছে। সবার কাছে বাবার জন্য দোয়া চাইছি। ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সি. বি. জামান সরাসরি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এ সময়ে তিনি নির্মাণ করেন একে একে ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি’র (১৯৯০) মতো কালজয়ী চলচ্চিত্র। এর মধ্যে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ১৯৮৬ সালে ৬টি ক্যাটাগরিতে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। SHARES বিনোদন বিষয়: