চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে রচনা প্রতিযোগিতা

প্রকাশিত: 4:18 PM, February 12, 2022

সিনো-বাংলা নিউজ: চীনা বসন্ত উৎসব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার।

প্রতিযোগিতায় অংশ্রগহণের বিস্তারিত নিচে দেওয়া হল।

ক বিভাগঃ যে কোন পেশার মানুষ।

বিষয়ঃ চীনা বসন্ত উৎসব, ঐতিহাসিক পটভূমি ও আধুনিক চীনে এর প্রভাব (৩০০০ শব্দ) । লেখার সাথে মিল রেখে ছবি সংযুক্ত করা যেতে পারে।

খ বিভাগঃ যে কোন দেশের ছাত্র/ ছাত্রী ব্যাচেলর লেভেল পর্যন্ত।

বিষয়ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঐতিহাসিক পটভূমি ও আধুনিক বাংলাদেশে এর প্রভাব (৩০০০ শব্দ)। লেখার সাথে মিল রেখে ছবি সংযুক্ত করা যেতে পারে।

নিয়মাবলীঃ

১। আপনি যে বিভাগে নিজেকে যোগ্য মনে করেন, সে বিভাগ অনুযায়ী রচনা লিখে আপনার ফেসবুক প্রোফাইল এ আপলোড করুন। লিঙ্কটি ২৫/০২/২০২২ ইং এর মধ্যে পাঠিয়ে দিন চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের cbfcl.org@gmail.com এই ইমেইলে। ফেসবুক প্রোফাইল এ আপলোডের সময় লেখায় একটি হেস ট্যাগ #cbfcl ব্যবহার করতে হবে।

২। চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারে ফেসবুক পেইজ এ আপনার লিঙ্কটি আপলোড করা হবে। চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের পেইজ এর লিঙ্কটিতে পড়া পাবলিক লাইক এর উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।

রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/qaqvBgvoYcuvx9paA