চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার এর নতুন কমিটি

প্রকাশিত: 11:26 PM, April 20, 2022

সিনো-বাংলা ডেস্ক: চীনা নাগরিক গুয় পেই লিন পিটার কে প্রেসিডেন্ট এবং ডক্টর ফখরুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (সিবিএফসি) এর নতুন কার্যকরী কমিটি (২০২২-২০২৪) গঠিত হয়েছে। নতুন কমিটিতে চায়না এবং বাংলাদেশের বিভিন্ন পেশার সমন্নয়ে গঠিত হয়েছে।

গত ২০শে এপ্রিল বুধবার এক সাধারণ সভার মাধ্যমে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার এর আহবায়ক কমিটি বিলুপ্ত করে ৩৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।

নতুন কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিএমজি বাংলার শান্তা মারিয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে সিএমজি বাংলার রওজায়ে জাবিদা ঐশী, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পাদক পদে বাংলাদেশে চীনা বিনিয়োগকারী জেসন ঝং, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে চীনা ভাষা শিক্ষক ডেভিড ওয়াং নির্বাচিত হয়েছেন।

চীন বাংলাদেশের বন্ধুত্ব উন্নয়নে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। সকল কর্মসূচীর মাধ্যমে বিশাল চীনকে বাংলাদেশের মানুষের মাঝে এবং বাংলাদেশ কে চীনা নাগরিকদের মাঝে তুলে ধরছে।