নেত্রকোণার জেলা প্রশাসকের বদ্ধভূমি নির্মাণের স্থান পরিদর্শন

প্রকাশিত: 2:28 PM, February 5, 2022

নেত্রকোণা প্রতিনিধিঃ শুক্রবার (৪ ফেব্রুয়ারী) নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলার সীমান্তবর্তী স্থানে ত্রিমোহনী বদ্ধভূমি নির্মাণের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জিয়া আহমেদ সুমন, সদর ও পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমিবৃন্দ, জেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় জেলা প্রশাসক বলেন, যাদের মহান আত্মত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে, ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে বর্তমান সরকার বদ্ধপরিকর। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে এবং সঠিক ইতিহাস জানতে পারে তারই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে প্রস্তাবিত সবকয়টি বদ্ধভূমি নির্মাণ করা হবে।