‘সবুজ অলিম্পিকের’ প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে চীন

প্রকাশিত: 2:02 PM, February 10, 2022
ফেব্রুয়ারি ১০ (সিনো-বাংলা নিউজ): বেইজিং শীতকালীন অলিম্পিকে ‘সবুজ অলিম্পিক’ প্রতিশ্রুতির দু’টি মৌলিক বিষয় হলো নিম্নকার্বন এবং পরিবেশবান্ধব খেলাধুলা। ৯ ফেব্রুয়ারি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সার্বিক পরিকল্পনা বিভাগের পরিচালক লি সেন এ কথা বলেছেন। এ দিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০০৮ সালের বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ৬টি স্টেডিয়াম ও স্থাপনাকে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে পুনরায় ব্যবহার করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি প্রদর্শন এলাকা চাং চিয়া খৌ শহর থেকে অধিকাংশ ‘সবুজ বিদ্যুৎ’ সরবরাহ করা হয়েছে।

এই পরিচ্ছন্ন জ্বালানি বেইজিং, ইয়ান ছিং ও চাং চিয়া খৌ- এ তিনটি শীতকালীন অলিম্পিক গেমসের প্রতিযোগিতার এলাকায় সরবরাহ করা হয়। এবারের শীতকালীন অলিম্পিক গেমসের সব স্টেডিয়াম ও মাঠের জ্বালানির জন্য শতভাগ ‘সবুজ বিদ্যুৎ’ ব্যবহার করা হচ্ছে। লি বলেছেন,“বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস-এ কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাসের জন্য ৬ বছর ধরে প্রস্তুতি নেওয়ার পর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর মাধ্যমে ‘কার্বন-নিরপেক্ষ’ করার লক্ষ্য নিশ্চিত হয়েছে।”

ইয়ান ছিং প্রতিযোগিতা এলাকায় তুষার সম্পর্কিত খেলা আনু্ষ্ঠিত হয় এবং সেখানে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। ইয়ান ছিংয়ে অনেক বিরল উদ্ভিদ আছে। সেগুলো রক্ষায় ৩টি পদ্ধতি নেওয়া হয়েছে। পদ্ধতিগুলো হলো ইন-সিটু(স্বস্থানে সংরক্ষণ), নিয়ার-সিটু, এক্স-সিটু সংরক্ষণ(যথাস্থান-বহির্ভূত সংরক্ষণ)। এর পাশাপাশি, ইয়ান ছিং প্রতিযোগিতা এলাকায় টপসয়েল স্ট্রিপিং-র(Topsoil stripping) মাধ্যমে পরিবেশ পুনরুদ্ধার কার্যকরভাবে চালু হয়েছে। প্রতিযোগিতা এলাকার পরিবেশ পুনরুদ্ধার ও ল্যান্ডস্ক্যাপে রেঁস্তোরাসহ নানা কাজে প্রায় ৮১ হাজার ঘনমিটার টপসয়েল ব্যবহৃত হয়েছে।

নিউজের উৎস: লেখাটি www.ecns.cn থেকে অনুবাদ করা হয়েছে।