সূর্যের রহস্য জানতে মহাকাশে টেলিস্কোপ পাঠালো চীন সিনো-বাংলা সিনো-বাংলা নিউজ প্রকাশিত: 2:27 PM, October 9, 2022 ওয়াং হাইমান (ঊর্মি), অক্টোবর ৯: সূর্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে, নিজের প্র্রথম মহাকাশভিত্তিক টেলিস্কোপসমৃদ্ধ কৃত্রিম উপগ্রহ উত্ক্ষেপণ করেছে চীন। আজ (রোববার) সকাল ৭টা ৪৩ মিনিটে ‘চিউ ছুয়ান’ উপগ্রহ উতক্ষেপণকেন্দ্র থেকে ‘লংমার্চ-২’ পরিবাহক-রকেটের সাহায্যে এটি মহাকাশে পাঠানো হয়। অ্যাডভান্সড স্পেস-বেসড সোলার অবজারভেটরি (এএসও-এস) নামক টেলিস্কোপটির ডাকনাম ‘খুয়াফু-১’। এটি উত্ক্ষেপণের নির্ধারিত সময় পর মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। ফুয়াফু-১ পৃথিবীপৃষ্ঠ থেকে ৭২০ কিলোমিটার উঁচুতে অবস্থান করবে। এর মোট ওজন ৮৫৯ কিলোগ্রাম। এটি সূর্যকে স্টাডি করার জন্য চীনের প্রথম পূর্ণাঙ্গ যন্ত্র। এটির মেয়াদ চার বছর। SHARES আন্তর্জাতিক বিষয়: