শিশু শ্রম – ছাব্বির আহাম্মেদ (সাদিক)

প্রকাশিত: 8:24 PM, February 27, 2023

শিশু শ্রম
ছাব্বির আহাম্মেদ (সাদিক)

যে বয়সে তারা ধরবে কলম
সেই বয়সে করে শিশুশ্রম।
দেশ গড়বে কিভাবে ভবিষ্যতে;
লোহা, হাতুড়ি তাদের হাতে।

অনেক করে অনেক কাজ
অনেকে করে ভিক্ষা,
নেই পথচলার হাতেখড়ি
পাইনা তো কোনো শিক্ষা।

শিশুরা আজ স্কুলে যাবে হবে শিক্ষাবিদ;
এমন শিশুই হয়ে আছে মোটর মেকানিক।
দারিদ্রতা আজ গ্রাস করেছে
বাধ্য করেছে কাজে,
স্কুল ড্রেস নয়, ছেঁড়া গেঞ্জি;
পোশাকে শরীর সাজে।

তিন বেলা একমুঠো ভাত
কখনো কপালে জুটে,
কখনো আবার না পেয়ে তা;
কাজের পেছনে ছুটে।

উৎসর্গ করে বিলিয়ে দেয়, ছোট্র একটা জীবন;
পড়াশোনা নয়, শিশু শ্রমই-হয়েছে সমাজে আপন।