চীনে সেনজেন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বাৎসরিক বনভোজন

প্রকাশিত: 5:46 PM, February 5, 2022

চীন প্রতিনিধি: “সেনজেন বাংলাদেশ কমিউনিটি” এর উদ্যোগে চীনের সেনজেন শহরে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ ও ৫ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী সেনজেনের দংচাং সমুদ্রের পাড়ে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সাবেক সভাপতি ড. মাহবুব আলম, সাবেক সভাপতি ও উপদেষ্টা ইমদাদুল হক আইয়ুব, উপদেষ্টা মো. সরয়ার খান, সভাপতি মো. মনিরুল ইসলাম কবির, জেষ্ঠ্য সহসভাপতি মো. হাসমত মৃধা জেমস, সাধারণ সম্পাদক মো. সুমন ভূইয়া, সহসাধারণ সম্পাদক নিপু, আসাদমিয়া ও মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার, কোষাধ্যক্ষ মো. সালাউদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সেনজেনে বসবাসরত বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটদের জন্য খেলা, সাতার প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সিনিয়র সহসভাপতি মো. হাসমত মৃধা জেমস বলেন, দুইদিনের আয়োজন ছিল খুবই মনোমুগ্ধকর। সবাই উৎসাহ নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন। আয়োজনটিতে প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা হয়েছিল।

পিকনিকের দিন শুক্রবার হওয়ায় ডক্টর মাহবুব সাহেবের ইমামতিতে জুমার নামাজ আদায় করা হয়।